Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেনন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়

সাতকানিয়া, চট্টগ্রাম

fisheries.satkania.chittagong.gov.bd


সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)


১. ভিশন ও মিশন

ভিশন : মৎস্য ও মৎস্যজাত উৎস হতে প্রাণিজ পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধি।

মিশন : সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য ও চিংড়িসহ অন্যান্য জলজসম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পুরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষি তথা বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন।

 ২. প্রতিশ্রুত সেবাসমুহ

২.১) নাগরিক সেবা








৪. অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS) 

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।  

ক্রমিক নং

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

শ্রীবাস চন্দ্র চন্দ 

 জেলা মৎস্য অফিসার, চট্টগ্রাম

ফোন: ০২৪১৩৮০৬৪৮

মোবাইল: ০১৭৬৯৪৫৯৩৭১

ই-মেইল:  dfochittagong@fisheries.gov.bd

ওয়েব: www.fisheries.chittagong.gov.bd

৩০ কর্মদিবস

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

আপিল কর্মকর্তা

মোঃ আবদুস ছাত্তার

উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা

ফোন: ০২৩৩৪৪০৬১২১

মোবাইল: ০১৭৬৯৪৫৯২৯১

ই-মেইল: ddchittagong@fisheries.gov.bd

ওয়েব: www.fisheries.chittagongdiv.gov.bd

২০ কর্মদিবস

আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল

অভিযোগ গ্রহণ কেন্দ্র

০৫ নং গেইট, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

ফোন: ৯৫১৩৬০১

ই-মেইল: grs_sec@cabinet.gov.bd

ওয়েব: www.grs.gov.bd

৬০ কর্মদিবস