Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা মৎস্য অফিস, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের, মৎস্য অধিদপ্তর এর অধীন উপজেলা কার্যালয়। দপ্তর প্রধানের পদবী উপজেলা মৎস্য কর্মকর্তা। উপজেলা মৎস্য অফিস মূলত উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্য আইন প্রয়োগে মুখ্য ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় ৬০% আমিষের যোগান দেয় মাছ। জাতীয় অর্থনীতিতে মৎস্যখাতের অবদান বিবেচনায় স্থায়িত্বশীল মৎস্যসম্পদের সংরক্ষণ, মৎস্যচাষের নব নব উদ্ভাবনা ও প্রযুক্তি স্থানান্তর, পল্লী অঞ্চলের বেকার ও ভূমিহীনদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জনের পথ প্রসারিত করা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনার মাধ্যমে মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম উপজেলা মৎস্য অফিস বাস্তবায়ন করে থাকে।